Overview
১০. সদস্যপদ বাতিল ও পুনর্গঠনের নিয়মাবলি
১০.১ সদস্যপদ বাতিলের কারণ:
(ক) নির্ধারিত অর্থ জমা দিতে ব্যর্থ হওয়া।
(খ) সমিতির স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া।
(গ) অনুমোদন ব্যতীত অর্থ উত্তোলনের চেষ্টা করা।
১০.২ পুনরায় সদস্যপদ গ্রহণের শর্ত:
(ক) আগের সদস্য পুনরায় যোগ দিতে চাইলে তাকে অতিরিক্ত ৩ মাসের সঞ্চয় জমা দিতে হবে।
(খ) পূর্বের বকেয়া পরিশোধ করতে হবে।
(গ) তাকে “নতুন সদস্য” হিসেবেই ধরা হবে এবং চুক্তিকৃত সময় পূর্ণ হলে টাকা তুলতে পারবেন।
Refunds
১০.৩ সদস্য পদ বাতিল হলে অর্থ উত্তোলন এর নিয়ম-
(ক) ঐ সদস্যের চুক্তিকৃত সময় পূর্ণ হলে লভ্যাংশ ব্যাতীত সঞ্চয়কৃত অর্থ তুলতে পারবে।
Late or missing refunds
১০.৪ অর্থ ফিরিয়ে দিতে ব্যার্থহলে-
(ক) উল্লেখিত শর্ত সাপেক্ষে এসএফএ অর্থ ফিরিয়ে দিতে ব্যার্থ হলে বা দেরী হলে উভয়ের মধ্যে অলোচনার মাধ্যমে মিমাংসা করা হবে ।
(খ) উভয়ের সম্মতিতে যথাযথ পদক্ষেপে সমাধান না হলে প্রয়োজনে উভয়েই আইনের আশ্রয় নিতে পারবেন।
Need help?
যে কোন প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন
