১. নাম ও উদ্দেশ্য
১.১ সমিতির নাম: Students’ Future Association
১.২ সমিতির উদ্দেশ্য:
(ক) সদস্যদের আর্থিক নিরাপত্তা ও উন্নয়ন।
(খ) সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
(গ) স্বল্পমেয়াদী ঋণ সুবিধা প্রদান।
(ঘ) সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা।
(ঙ) সমবায়ভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ।
(চ) ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু করা।
সদস্যের ধরণ:
সমিতির সদস্যরা ৩ (তিন) প্রকার:
ক. Investor Member / অংশীদার সদস্য / মুশারাকা সদস্য- যাঁরা ব্যবসায়িক বিনিয়োগে অর্থ প্রদান করবেন এবং লাভ-লোকসানে অংশীদার হবেন।
খ. Depositor Member / জমাকারী সদস্য / ওয়াদিয়া সদস্য- যাঁরা নিয়মিতভাবে টাকা জমা রাখবেন; তবে ব্যবসায়িক লাভ-লোকসানে অংশগ্রহণ করবেন না। তাঁদের জমাকৃত অর্থ আমানত হিসেবে রাখা হবে।
গ. Lite Depositor- যারা কম সময়ে নির্দিষ্ট হারে সঞ্চয় করতে চান। তবে ব্যবসায়িক লাভ-লোকসানে অংশগ্রহণ করবেন না। তাঁদের জমাকৃত অর্থ আমানত হিসেবে রাখা হবে।
ক. Investor Member দের জন্য
২. সদস্যপদ গ্রহণ ও বাতিলের নিয়মাবলি
২.১ সদস্যপদ গ্রহণের যোগ্যতা:
(ক) বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) সমিতির নিয়মাবলি মেনে চলার সম্মতি প্রদান করতে হবে।
(গ) নির্ধারিত মাসিক সঞ্চয় জমা দিতে ইচ্ছুক হতে হবে।
(ঘ) কমপক্ষে ১.৫ বছর সদস্য থাকার প্রতিশ্রুতি প্রদান করতে হবে।
২.২ সদস্যপদ গ্রহণের সময়সীমা:
(ক) নতুন সদস্যপদ গ্রহণ প্রতি ৩ মাস অন্তর খোলা হবে।
(খ) বিশেষ পরিস্থিতিতে পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে যেকোনো সময় নতুন সদস্যপদ দেওয়া যেতে পারে।
২.৩ সদস্যপদ বাতিলের নিয়ম:
(ক) টানা ২ মাস অর্থ জমা না দিলে সতর্ক করা হবে।
(খ) টানা ৩ মাস অর্থ জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে সদস্যপদ বাতিল হবে।
(গ) সমিতির নিয়ম ভঙ্গ করলে পরিচালনা কমিটির সিদ্ধান্তে সদস্যপদ বাতিল হতে পারে।
(ঘ) সদস্যপদ বাতিল হলে, সদস্য তার সঞ্চিত অর্থ চুক্তিকৃত সময়ের পর উত্তোলন করতে পারবেন, তবে সমিতির উপর কোনো বকেয়া থাকলে তা সমন্বয় করার পর অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।
৩. অর্থ পরিচালনা ও বিনিয়োগ নীতি
৩.১ মাসিক সঞ্চয় ও তহবিল ব্যবস্থাপনা:
(ক) প্রতিমাসে নির্ধারিত পরিমাণ অর্থ সদস্যদের জমা দিতে হবে।
(খ) জমাকৃত অর্থের ৩৩% ঋণ সুবিধার জন্য সংরক্ষিত থাকবে।
(গ) ৩৩% দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে।
(ঘ) ৩৪% জরুরি তহবিল হিসাবে রাখা হবে।
(ঙ) পরিচালনা কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে স্থায়ী সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫% বিনিয়োগ করা হবে। অবশিষ্ট অর্থ জরুরী তহবিল ও ঋণ সুবিধার জন্য সংরক্ষিত থাকবে। (04-05-2025)
(চ) কোনো সদস্য চিকিৎসা/জরুরি প্রয়োজনে পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে তার মোট সঞ্চয়ের সর্বোচ্চ ৫০% পর্যন্ত উত্তোলন করতে পারবে, অবশিষ্ট অর্থ “সমিতির উদ্দেশ্য” সম্পন্নের জন্য ব্যায়িত হবে।
(ছ) পর পর ৩বার কোন বিনিয়োগ থেকে যথাযথ লভ্যাংশ অর্জিত হলে পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে সমিতির আসল সঞ্চয়ের সর্বোচ্চ ৫০% বিনিয়োগ করা যাবে।
(জ) কোনো সদস্য চুক্তিকৃত সময়ের মধ্যে টাকা উত্তোলন করতে পারবেনা এবংচুক্তিকৃত সময়ের পর যেকোন সময় টাকা উত্তোলন এর জন্য কমপক্ষে ২মাস পূর্বে আবেদন করতে হবে।
৩.২ উত্তরাধিকার নিয়ম:
(ক) সদস্যের মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি/পরিবার তার টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।
(খ) আবেদন যাচাই করে পরিচালনা কমিটি সর্বোচ্চ ২ মাসের মধ্যে টাকা প্রদান করবে।
৪. ঋণ ব্যবস্থা
৪.১ ঋণ প্রদানের নিয়মাবলি:
(ক) কোনো জরুরী প্রয়োজনে সদস্য তার সঞ্চয়ের সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নিতে পারবেন।
(খ) ঋণ সুদমুক্ত হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
(গ) জরুরি প্রয়োজনে পরিচালনা কমিটির অনুমোদনক্রমে ৬ মাসের বেশি সময় নেওয়া যাবে। এক সদস্য একাধিকবার এই সুবিধা নিতে পারবেন না (বা ২-৩ বছরের মধ্যে সর্বোচ্চ একবার নেওয়ার সুযোগ থাকবে)।
(ঘ) কোন সদস্য ১বছর পূর্ণ হবার পূর্বে কোন ঋণ নিতে পারবেননা।
(ঙ) প্রতি সদস্য বছরে সর্বোচ্চ একবার ঋণ নিতে পারবে।
৪.২ ঋণ পরিশোধের নিয়ম:
(ক) ঋণ সময়মতো পরিশোধ না করলে ১০% জরিমানা আরোপ হবে এবং এটা তার সঞ্চয় হিসেবে জমা থাকবে।
(খ) নির্দিষ্ট সময়ের বেশি সময় পার হলে সদস্য পরবর্তী ১ বছরের জন্য ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে না।
৫. সম্পত্তি ও বিনিয়োগ ব্যবস্থাপনা
৫.১ বিনিয়োগের নীতিমালা:
(ক) সমিতির তহবিল দ্বারা অর্জিত সম্পত্তি সমিতির মালিকানাধীন থাকবে।
(খ) সদস্যদের শেয়ার অনুপাতে সম্পত্তির অংশীদারত্ব নির্ধারিত হবে।
৫.২ বিনিয়োগের নিরাপত্তা ও শর্তাবলী
(ক) নিম্ন ঝুঁকির বিনিয়োগ: সমিতির তহবিল শুধুমাত্র সরকার অনুমোদিত সঞ্চয় প্রকল্প, স্থায়ী আমানত (Fixed Deposit), এবং স্বল্প ঝুঁকির ব্যবসায় বিনিয়োগ করা যাবে।
(খ) পরিচালনা কমিটির অনুমোদন: যেকোনো বিনিয়োগ পরিচালনা কমিটির সর্বসম্মত অনুমোদন সাপেক্ষে করা হবে।
(গ) বিনিয়োগ ঝুঁকি পর্যালোচনা: বিনিয়োগের আগে একটি ঝুঁকি বিশ্লেষণ প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং সাধারণ সভায় তা অনুমোদন করা হবে।
(ঘ) আর্থিক স্বচ্ছতা: বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে এবং বছরে অন্তত একবার নিরীক্ষা করা হবে।
(ঙ) সীমিত বিনিয়োগ: কোনো একক ব্যবসায় বা খাতে সমিতির ”৩৩% দীর্ঘমেয়াদী বিনিয়োগ” তহবিলের ২৫%-এর বেশি বিনিয়োগ করা যাবে না।
(চ) বিনিয়োগ ফেরতের গ্যারান্টি: শুধুমাত্র এমন খাতে বিনিয়োগ করা হবে যেখানে মূলধন ফেরতের নিশ্চয়তা রয়েছে বা নিরাপত্তার জন্য জামানত রাখা হবে।
৫.৩ বিনিয়োগকারীর শর্তাবলী
(ক) যিনি সমিতির অর্থ কোন ব্যবসায় বিনিয়োগ করবেন তাকে সমিতির সদস্য হতে হবে এবং তিনি যিম্মাদার হবেন।
(খ) যে খাতে বিনিয়োগ করবেন সে খাতে বিগত সময়ের লাভ/লসের (সমিতির স্থায়ী সদস্যের দ্বারা সত্যায়িত) পরিসংখ্যান দেখাতে হবে।
(গ) কোন নতুন ব্যবসায়ী উদ্যোগে সমিতির ”৩৩% দীর্ঘমেয়াদী বিনিয়োগ” তহবিলের ২৫%-এর বেশি বিনিয়োগ করা যাবে না।
(ঘ) যিনি যিম্মাদার হবেন তিনি ব্যবসায় বিনিয়োগের লভ্যাংশের ৫০% প্রাপ্ত হবেন এবং সমিতি ৫০% লভ্যাংশ প্রাপ্ত হবে।
(ঙ) সমিতি ও বিনিয়োগকারী সদস্যের মাঝে মুশারাকা বা মুদারাবার চুক্তি হবে। উভয় পক্ষ ইসলামী শরিয়াহ মোতাবেক শর্তে সম্মত হবে। লাভ পূর্ব নির্ধারিত অনুপাতে বণ্টন হবে, তবে ক্ষতির দায় মূলধন অনুযায়ী বণ্টিত হবে। গাফিলতি বা প্রতারণা প্রমাণিত না হলে মুদারিব ক্ষতির দায় নেবেন না।”
খ. Depositor Member দের জন্য
৬. সদস্যপদ গ্রহণ ও বাতিলের নিয়মাবলি
৬.১ সদস্যপদ গ্রহণের যোগ্যতা:
(ক) বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) সমিতির নিয়মাবলি মেনে চলার সম্মতি প্রদান করতে হবে।
(গ) নির্ধারিত মাসিক সঞ্চয় জমা দিতে ইচ্ছুক হতে হবে।
(ঘ) কমপক্ষে ১ বছর সদস্য থাকার প্রতিশ্রুতি প্রদান করতে হবে।
৬.২ সদস্যপদ গ্রহণের সময়সীমা:
(ক) নতুন সদস্যপদ গ্রহণ প্রতি ৩ মাস অন্তর খোলা হবে।
(খ) বিশেষ পরিস্থিতিতে পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে যেকোনো সময় নতুন সদস্যপদ দেওয়া যেতে পারে।
৬.৩ সদস্যপদ বাতিলের নিয়ম:
(ক) টানা ২ মাস অর্থ জমা না দিলে সতর্ক করা হবে।
(খ) টানা ৩ মাস অর্থ জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে সদস্যপদ বাতিল হবে।
(গ) সমিতির নিয়ম ভঙ্গ করলে পরিচালনা কমিটির সিদ্ধান্তে সদস্যপদ বাতিল হতে পারে।
(ঘ) সদস্যপদ বাতিল হলে, সদস্য তার সঞ্চিত অর্থ চুক্তিকৃত সময়ের পর উত্তোলন করতে পারবেন, তবে সমিতির উপর কোনো বকেয়া থাকলে তা সমন্বয় করার পর অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।
৭. অর্থ পরিচালনা ও বিনিয়োগ নীতি
৭.১ মাসিক সঞ্চয় ও তহবিল ব্যবস্থাপনা:
(ক) প্রতিমাসে নির্ধারিত পরিমাণ অর্থ সদস্যদের জমা দিতে হবে।
(খ) কোনো সদস্য চিকিৎসা/জরুরি প্রয়োজনে পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে তার মোট সঞ্চয়ের সর্বোচ্চ ৫০% পর্যন্ত উত্তোলন করতে পারবে।
(গ) কোনো সদস্য চুক্তিকৃত সময়ের মধ্যে টাকা উত্তোলন করতে পারবেনা এবং চুক্তিকৃত সময়ের পর যেকোন সময় টাকা উত্তোলন এর জন্য কমপক্ষে ২মাস পূর্বে আবেদন করতে হবে।
৭.২ উত্তরাধিকার নিয়ম:
(ক) সদস্যের মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি/পরিবার তার টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।
(খ) আবেদন যাচাই করে পরিচালনা কমিটি সর্বোচ্চ ২ মাসের মধ্যে টাকা প্রদান করবে।
৮. ঋণ ব্যবস্থা
৮.১ ঋণ প্রদানের নিয়মাবলি:
(ক) কোনো জরুরী প্রয়োজনে সদস্য তার সঞ্চয়ের সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নিতে পারবেন।
(খ) ঋণ সুদমুক্ত হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
(গ) জরুরি প্রয়োজনে পরিচালনা কমিটির অনুমোদনক্রমে ৬ মাসের বেশি সময় নেওয়া যাবে। এক সদস্য একাধিকবার এই সুবিধা নিতে পারবেন না (বা ২-৩ বছরের মধ্যে সর্বোচ্চ একবার নেওয়ার সুযোগ থাকবে)।
(ঘ) কোন সদস্য ১বছর পূর্ণ হবার পূর্বে কোন ঋণ নিতে পারবেননা।
(ঙ) প্রতি সদস্য বছরে সর্বোচ্চ একবার ঋণ নিতে পারবে।
৮.২ ঋণ পরিশোধের নিয়ম:
(ক) ঋণ সময়মতো পরিশোধ না করলে ১০% জরিমানা আরোপ হবে এবং এটা তার সঞ্চয় হিসেবে জমা থাকবে।
(খ) নির্দিষ্ট সময়ের বেশি সময় পার হলে সদস্য পরবর্তী ১ বছরের জন্য ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে না।
৯.২ সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া:
(ক) প্রতি ৩ মাসে একবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
(খ) সদস্য গ্রহণ, বাতিল ও বিনিয়োগ সংক্রান্ত এরুপ জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য , সে বিষয়ে অবগত আছেন এমন ৫০% এর অধীক স্থায়ী সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।
(গ) কমিটি গঠন এবং সদস্যদের নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্তের জন্য সভাপতি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তবে সব সিদ্ধান্তে পরামর্শ গ্রহণ নিশ্চিত করতে হবে।
৯.৩ স্থায়ী সদস্য রুল:
(ক) এপ্রিল ২০২৫ থেকে একাউন্ট হোল্ডাগণ স্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হবেন।
(খ) ঋণ সহ অন্যান্য সুবিধা শুধু মাত্র স্থায়ী সদস্যদের জন্য নির্ধারিত।
৯.৪ সাধারণ সদস্য রুল:
(ক) সাধারণ সদস্য সকল নিয়ম মেনে ২বছর পূর্ণ হলে ও পূর্ববর্তী স্থায়ী সদস্যের সম্মতি ক্রমে ঐ সদস্য স্থায়ী সদস্য হিসেবে উন্নীত হবেন।
(খ) সাধারণ সদস্যরা ব্যবসার সমিতির সকল আয়-ব্যায় হিসাব শতাংশে দেখতে পারবেন, কোন নির্দিষ্ট পরিমাণ দেখতে পারবেননা।
(গ) সাধারণ সদস্যরা শুধুমাত্র তার নজস্ব একউন্ট এর আয় ব্যায় হিসাবের নির্দিষ্ট পরিমাণ প্রতি ৩মাস অন্তর দেখতে পারবেন।
১০. সদস্যপদ বাতিল ও পুনর্গঠনের নিয়মাবলি , এখানে ক্লিক করুন
একাউন্ট খোলার পদ্ধতি:
আমাদের ওয়েবসাইটে গিয়ে Join Us এ ক্লিক করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে একাউন্ট খুলতে হবে। আপনার তথ্য যাচাই করে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট এপ্রুভ করা হবে। এরপর আমাদের পলিসি অনুযায়ী আপনি যেকোন এক বা একাধীক সাবস্ক্রীপশন সাবস্ক্রাইব করতে পারবেন।
বি:দ্র:
# উল্লেখিত সংবিধান এর বিপরীতে সমিতির কোন কার্যকলাপ প্রমাণিত হলে সমিতির যে কোন সদস্য তার সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন এবং সমিতি ৬মাসের মধ্যে তার সকল টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে।
# দেশের প্রথমসারির সরকারি ও বেসরকারি ব্যাংক গুলো দেউলিয়া হলে ”এসএফএ” সদস্যদের সকল অর্থফিরিয়ে দিতে বাধ্য নয়।
যে কোন সংযোজন ও পরিমার্জন এর ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
Founding President and chairman
