আমাদের অ্যাসোসিয়েশনের লাইট ডিপজিটর সদস্য হিসেবে যোগ দিতে আগ্রহী ব্যক্তিবর্গের জন্য নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য:
১. সদস্যপদ গ্রহণের সময়সীমা:
প্রতি বছর যেকোনো মাসে এক বা একাধিক সাবস্ক্রিপশন নিয়ে সদস্য হিসেবে যাত্রা শুরু করা যাবে।
২. সার্ভিস চার্জ:
প্রতি সাইকেল নির্ধারিত সার্ভিস চার্জ ৪০ টাকা, তবে আমাদের পথচলা শুরু উপলক্ষে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশেষ অফারে এটি ০০ টাকা মাত্র।
৩. একাউন্ট খোলার সময় প্রদেয় ফি:
একাউন্ট খোলার সময় আপনাকে নিচের ফিগুলো একসাথে প্রদান করতে হবে:
- প্রতি মাসের ফি: ১০০০ টাকা
- সার্ভিস চার্জ: ০০ টাকা (প্রতি সাইকেল)
👉 মোট প্রদানযোগ্য: ১০০০ টাকা
৪. চুক্তির সময়কাল:
সদস্য হিসেবে আপনাকে কমপক্ষে চার (৪) মাস (প্রতি সাইকেল= চার মাস) আমাদের সঙ্গে নিয়মিত (প্রতি মাসে ১০০০ টাকা হারে) যুক্ত থাকতে হবে।
৫. একান্ত জরুরী প্রয়োজনে আপনার সঞ্চয়ের ২০% ক্ষুদ্র লোন নিতে পারবেন।


